00:00
00:00
লোকালয়ে হনুমান, বিরক্ত না করার আহ্বান
প্রায় দুই সপ্তাহেরও বেশি সময় ধরে নীলফামারী জেলা শহরের গাছবাড়ি, কৃষি ফার্ম, মিলনপল্লী, হাড়োয়া, পুরাতন রেলস্টেশন, নীলফামারী সরকারি কলেজ এলাকার একেবারে জনসমাগমে ঘোরাফেরা করছে একটি হনুমান। বনবিভাগের কর্মকতাদের ধারণা, টাঙ্গাইল থেকে ট্রাক যোগে এদিকে এসেছে হনুমানটি। এটিকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন তারা।