00:00
00:00
বুড়োর বিলজুড়ে গোলাপি পদ্ম
প্রতি বছর বর্ষার শেষে ফুটতে শুরু করে সৌন্দর্য আর শুভ্রতার প্রতীক পদ্ম। জলজ ফুলের রাণীর উপস্থিতিতে জলাভূমি ও বিল-ঝিলে সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ। জলাভূমি ও বিল-ঝিলে ফুটে থাকা পদ্ম ফুল যেকোনো মানুষের মনে জাগিয়ে তোলে অন্যরকম এক অনুভূতি। প্রাকৃতিকভাবে তৈরি এমনই এক গোলাপি পদ্ম ফুলের বিল রয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঠবাড়িয়ায়, যা বুড়োর বিল নামে পরিচিত।
বিস্তারিত : https://www.dhakapost.com/country/133927