নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ চেয়ে দুদিনের কর্মসূচি এবি পার্টির

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও রমজানে জনদুর্ভোগ দূরীকরণের দাবিতে ২২ ও ২৬ মার্চ বিক্ষোভ মিছিল, প্রতিবাদী সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে এবি পার্টি।
শুক্রবার বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক মুক্ত সংলাপ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংলাপে শেষ জানানো হয়, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাশেষ কর্মসূচি ও পরে লংমার্চসহ নানা কর্মসূচি দেওয়া হবে।
এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী সভাপত্বি অনুষ্ঠিত সংলাপে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বিএম নাজমুল হক প্রমুখ।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আসায় সংলাপে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
এএইচআর/আরএইচ