সার্ক সব পেশার মানুষকে ধারণ করে না : নজরুল ইসলাম খান

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই ২০২২, ০৩:৪০ পিএম


বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সব পেশার মানুষকে ধারণ করে না সার্ক। তরুণ ও শ্রমিকদের এখানে সুযোগ কম। সার্ককে সমৃদ্ধ ও কার্যকর করতে হবে। এ দায়িত্ব পালন করতে হবে তরুণদের।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, সার্কের দুর্বলতা হলো এর প্রশাসনিক ব্যবস্থা। ভারত সর্ববৃহৎ রাষ্ট্র হিসেবে সঠিক ভূমিকা পালন করছে না। ভারতকে সার্ক থেকে বাদ দেওয়া নিয়ে দর্শক সারি থেকে আমাদের কাছে প্রশ্ন এসেছে। 

তিনি বলেন, সার্ককে শক্তিশালী করতে ভারতের বেশি ভূমিকা পালন করার প্রয়োজন ছিল। সঠিকভাবে সার্ক পরিচালিত হচ্ছে না। সার্ককে সঠিকভাবে পরিচালনা করা হলে এর অন্তর্ভুক্ত দেশগুলোর ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটতো।

সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান সুমন হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন, সাবেক সেনা কর্মকর্তা আশরাফ আল দ্বীন, জাকির আলী প্রমুখ।

আইবি/আরএইচ

Link copied