বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক স্বপন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় তার টেস্টের ফল পজিটিভ আসে। তিনি নিজেই ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।
স্বপন জানান, শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করলে গত বুধবার করোনা টেস্ট করালে ফল পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে আজ দ্বিতীয় দফা টেস্ট করা হলেও ফল পজিটিভ আসে।
বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন জানিয়ে সাবেক এ সংসদ সদস্য বলেন, তেমন কোনো সমস্যা নেই। বাসায় বিশ্রামে আছি।
এএইচআর/আরএইচ