দুর্গাপূজা জনগোষ্ঠীকে শুভেচ্ছাবোধে উদ্দীপ্ত করে : বিএনপি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এই সরকারের আমলে সাম্প্রদায়িক উস্কানি, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়সহ হিন্দু-সম্প্রদায়ের দেবালয়ে আক্রমণ, প্রতিমা ভাঙচুর, লুটপাট হয়েছে। তারপরও দুর্গাপূজার মতো বড় ধর্মীয় উৎসব দেশের জনগোষ্ঠীকে সৌহার্দ্য ও শুভেচ্ছাবোধে উদ্দীপ্ত করে। যেকোনো বড় উৎসবই জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে এক বিএনপির দপ্তর থেকে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে মির্জা ফখরুল এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, হাজার হাজার বছর ধরে দেশে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করছে। ধর্মীয় উৎসবগুলো সাম্প্রদায়িক সীমানা অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক বৃহত্তর শুভেচ্ছার প্রাঙ্গণে মিলিত করে।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব, আমাদের একমাত্র পরিচয়।
এএইচআর/এমএইচএস