মহিলা আওয়ামী লীগের সম্মেলন ২৬ নভেম্বর

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ৩ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগ ও ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের গোড়াপত্তন হয়। ৫৩ বছর পার করা সংগঠনটির বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন এবং সাধারণ সম্পাদক মাহমুদা বেগম৷
২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মাহমুদা বেগম।
আসন্ন সম্মেলনে এই নেতৃত্বে পালাবদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এসআই/আরএইচ