বিজয়নগরে বিএনপি নেতাকর্মীদের পুলিশের ধাওয়া

Dhaka Post Desk

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২২, ০৫:০৪ পিএম


বিজয়নগরে বিএনপি নেতাকর্মীদের পুলিশের ধাওয়া

১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র রাজধানীর বিজয়নগর মোড়ে জোড়া হওয়া বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে বিজয়নগর মোড় থেকে প্রথমে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে পুলিশ। পরে দুই রাউন্ড গুলি ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় তারা। তবে এসময় কাউকে গ্রেপ্তার কিংবা আটক করেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী দোকান কর্মী আতিকুর রহমান বলেন, সাড়ে ৩টার পর থেকে বিজয় নগর মোড়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।

তিনি বলেন, জড়ো হওয়া নেতাকর্মীদের পুলিশ প্রথমে ধাওয়া করে। এরপর বিজয়নগর মোড় ও তারপর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এক রাউন্ড গুলি ছুড়ে পুলিশ। পরে বিএনপি নেতাকর্মীরা ভেতরের দিকে চলে যান।

এমআই/এসএসএইচ/

টাইমলাইন

Link copied