পূর্ণাঙ্গ কমিটির পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত চায় যুবলীগ

সম্মেলন হওয়া জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটির জন্য পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়েছে যুবলীগ। বুধবার (১০ মার্চ) সংগঠনটির দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, নতুন কমিটি গঠন বা বিলুপ্ত করা যাবে না- গত ২০ ডিসেম্বর দেওয়া এমন নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে প্রথমে ওয়ার্ড শাখা, পরে পর্যায়ক্রমে ইউনিয়ন, পৌরসভা, থানা ও উপজেলা শাখা কমিটি সম্মেলনের মাধ্যমে গঠন করতে হবে।
যেসব জেলা ও মহানগর কমিটি পূর্ণাঙ্গ করা প্রয়োজন সেসব প্রস্তাবিত কমিটির নেতাদের জীবনবৃত্তান্ত বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এইউএ