রাজধানীতে গণতান্ত্রিক বাম ঐক্য ও এলডিপির বিক্ষোভ মিছিল

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক বাম ঐক্য ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতাকর্মীরা।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে গণতান্ত্রিক বাম ঐক্য, আর পূর্বপান্থপথের এফডিসি সংলগ্ন সড়কে মিছিল করে এলডিপি।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম ঐক্য শরিক দল বাংলাদেশের সাম্যবাদী দলের (মার্কবাদী-লেলিনবাদী) সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক শামসুল আলম ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের হারুন আল রশিদ প্রমুখ।

এলডিপির বিক্ষোভ মিছিলে অংশ নেন প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এসএম মোরশেদ, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, ঢাকা মহানগর পশ্চিম এলডিপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন মানিক, উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক অসিম ঘোষ প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে এলডিপি নেতারা বলেন, বর্তমান অগণতান্ত্রিক সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রকে ধ্বংস করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বর্তমান সরকার ভেঙে খানখান করে দিয়েছে। বাঙালি জাতির সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশ আজ একটা গণতন্ত্রবিহীন।
এএইচআর/জেডএস