দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৩, ০১:৫৫ পিএম


দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিলের দাবি

নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেওয়া ও দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিল করাসহ ১১ দফা দাবি জানিয়েছে নাগরিক মঞ্চ নামে একটি জোট।

সোমবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানায় জোটটি।

জোটের অন্যান্য দাবিগুলো হচ্ছে— বিরোধী দলীয় সব রাজনৈতিক নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দেওয়া; দেশের জাতীয় আলেমসহ সকলব আলেম-ওলামাদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দেওয়া; গুম, হত্যা, ধর্ষণ, নির্যাতন বন্ধ করা, বাকস্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা ও সুশাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা; গ্যাস, বিদ্যুৎ, পানির বিল কমানো ও  নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনা।

এছাড়া সড়ক, নৌ, আকাশপথ ব্যবস্থা নিরাপদ করা ও ব্যাংক-বিমা, শেয়ারবাজার, স্বাস্থ্য, শিক্ষা, সড়ক-রেল, আকাশ যোগাযোগ খাতে অনিয়ম দুর্নীতি বন্ধ করা, নদীভাঙা, ভূমিহীন, ভবঘুরে ভাসমানদের পুনর্বাসন করা; প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা ও চাকরির নিশ্চয়তা দেওয়া ও নিত্য নতুন শ্রমবাজার সৃষ্টি করা; পার্ট, তাঁত, গার্মেন্টসসহ, বন্ধ-কলকারখানা খুলে দেওয়া ও বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করা; মাদক, জুয়া মুক্ত সমাজ ব্যবস্থা গঠন করা ও রোহিঙ্গাদের স্বদেশ মিয়ানমারে প্রত্যাবর্তন করা; সীমান্তে নির্যাতন হত্যা বন্ধ করা ও পানির ন্যায্য হিস্যা আদায় করা এবং রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২ আইনে ৯০বি ধারা সংযুক্ত কালো আইন বাতিল করা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন দেশপ্রেমিক নাগরিক পাটির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম, মুসলিম সমাজের চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক মো. মাসুদ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক অধ্যাপক বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ স্বাধীন পার্টির চেয়ারম্যান ও নাগরিক মঞ্চের সমন্বয়ক মির্জা আজম প্রমুখ।

এমএইচএন/এসএম

Link copied