বিএনপির সমাবেশ স্থগিত

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পূর্বঘোষিত ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশ স্থগিত করেছে বিএনপি। মঙ্গলবার (১৬ মার্চ) এ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু সমাবেশে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ ও সমাবেশে সভাপতির দায়িত্বে থাকা দক্ষিণ সিটি করপোরেশনের গত নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের অসুস্থতার কারণে কর্মসূচিটি স্থগিত করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ স্থগিতের ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, আমাদের চলমান সমাবেশগুলোতে সরাসরি কীভাবে বাধা দেওয়া হচ্ছে আপনারা দেখেছেন। আগামীকালের (মঙ্গলবার) সমাবেশের প্রস্তুতিতেও পুলিশ বাধা দিচ্ছে। অন্যদিকে সমাবেশের আয়োজক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ইশরাক হোসেন অত্যন্ত অসুস্থ। তাই সার্বিক বিবেচনায় আগামীকালের সমাবেশ স্থগিত করা হয়েছে।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করছে গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হয়ে মেয়র পদে লড়া প্রার্থীরা। চলমান এ কর্মসূচির অংশ হিসেবে সর্বশেষ ১০ মার্চ ঢাকা মহানগর উত্তর সিটি করপোরেশনের সমাবেশটি অনুষ্ঠিত হয় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে।
এএইচআর/এসএসএইচ/এমএমজে