স্মারকলিপি প্রত্যাহারে চাপ প্রয়োগের অভিযোগ বাসদের

নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ পাঁচ দফা দাবি ও স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি ফেরত নেওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
রোববার (৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বাসদের সমন্বয়ক মাসুদ রানা বলেন, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানো ও সার্বজনীন রেশন চালু করা, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ টাকা ঘোষণা করা, কৃষি ফসলের ন্যায্যমূল্য দেওয়া, সব নাগরিকের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা, নারী ও শিশু নির্যাতন বন্ধ করা। এই পাঁচ দফা দাবিতে বাসদের পক্ষ থেকে দেশব্যাপী প্রায় ৩ মাস ধরে স্বাক্ষর সংগ্রহ করা হয়। এতে ৩০ হাজার মানুষ স্বাক্ষর করেছেন।
গত ৫ এপ্রিল রাজধানীর পল্টন মোড়ে কর্মসূচি শেষে সংগৃহীত স্বাক্ষর ও স্মারকলিপি নিয়ে রাষ্ট্রপতির কার্যালয়ে জমা দেওয়া হয় এবং রাষ্ট্রপতি দপ্তর তা গ্রহণ করে।
গত ৭ এপ্রিল রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আমন্ত্রণ জানানোর বিষয়টি উল্লেখ করে দলের সমন্বয়ক মাসুদ রানা বলেন, আমরা ধারণা করেছিলাম উত্থাপিত দাবিগুলো নিয়ে আলোচনার জন্য আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেখানে পৌঁছার পর আমরা এক ভিন্ন চিত্র দেখলাম। সেখানকার কর্মকর্তারা আমাদের স্বাক্ষর ও স্মারকলিপি ফেরত নেওয়ার জন্য চাপ প্রয়োগ শুরু করেন। অর্থাৎ কার্যত তারা এই স্মারকলিপি প্রত্যাখ্যান করলেন।
কেন প্রত্যাখ্যান করলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাসুদ রানা বলেন, আমরা কার্যালয় গেলে আমাদের সেখান থেকে বলা হয় এভাবে স্মারকলিপি জমা দেওয়া যায় না। পরে আমরা যুক্তি দিয়ে বোঝানোর পরে তারা (রাষ্ট্রপতির কার্যালয় থেকে) বলে ‘উপরের চাপ আছে’ নেওয়া যাবে না। এই বিষয়টি প্রায় ৫০ মিনিট ধরে চলেছে। তারপর আমরা স্মারকলিপি না নিয়ে বের হতে পেরেছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাসদের (মার্কসবাদী) নির্বাহী কমিটির সদস্য সীমা দত্ত ও জয়দীপ ভট্টাচার্য।
ওএফএ/এসএম