আপেল প্রতীকে ইসির নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ। উচ্চ আদালতের আদেশে দলটি নিবন্ধন পেল।
দলটির নিবন্ধন নম্বর ৪৬। দলটির প্রতীক আপেল। নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার ( ৯ মে) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে- রিট পিটিশনের (১২৭৩৭ / ২০১৮) গত ২০১৯ সালের ১১ এপ্রিলের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশ এবং একটি সিভিল পিটিশনের ওপর আপিল বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে ইনসানিয়াত বিপ্লবকে বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘আপেল’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে।
এসআর/এনএফ