কিছুটা শারীরিক দুর্বলতা থাকলেও ভালো আছেন মির্জা ফখরুল

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৩, ০২:৩৯ পিএম


কিছুটা শারীরিক দুর্বলতা থাকলেও ভালো আছেন মির্জা ফখরুল

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর পান্থপথ এলাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে তাকে হাসপাতালে দেখতে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। 

মির্জা ফখরুলের সঙ্গে দেখা করার পর ডা. রফিকুল ইসলাম বলেন, মহাসচিবের কাশি ও জ্বর ছিল। এখন জ্বর কমলেও কাশি ও শারীরিক দুর্বলতা আছে। তবে তিনি মোটামুটি ভালো আছেন। 

চিকিৎসকের পরামর্শে মির্জা ফখরুলের প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়ে রফিকুল ইসলাম বলেন, উনার ওষুধ চলছে।

গত ২২ মে করোনা ভাইরাসের আক্রান্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। সেদিনই তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হন। 

এএইচআর/কেএ

Link copied