হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন আমানউল্লাহ আমান, হাসপাতালে ভর্তি

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক

২৫ মে ২০২৩, ০৭:৩৮ পিএম


হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন আমানউল্লাহ আমান, হাসপাতালে ভর্তি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

আমানউল্লাহ আমানের সহকারী বশিরুল আলম টিটু জানান, আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে বিকেল তিনটায় কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভা চলাকালে সাড়ে তিনটার দিকে হঠাৎ করে তিনি মাথা ঘুরে পড়ে যান। এসময় তাকে ধরাধরি করে গাড়িতে করে এভারকেয়ার হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে ভর্তির পর পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এএইচআর/এসএম

Link copied