অবরোধের সমর্থনে মিরপুরে জামায়াতের ঝটিকা মিছিল

৭ম দফায় ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর মিরপুর কাজীপাড়ায় ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মিছিল করে দলটি।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি কাজিপাড়া বেগম রোকেয়া সরণির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংক্ষিপ্ত পথ সভায় ডা. ফখরুদ্দিন মানিক বিরোধী দলের চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকালের অবরোধ কর্মসূচি পালনের জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা শরিফুল ইসলাম, শ্রমিক নেতা মিজানুর রহমান মহানগরী শুরা সদস্য আহসান হাবীব, থানা সেক্রেটারিবৃন্দ মুসআব মুহাইমিন,আশিকুর রহমান, আলী হোসেন ও নুরুল আমীন, হাসান প্রমুখ।
জেইউ/এসকেডি