যুবলীগের ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনাভাইরাসের দুর্যোগ নিরাময় না হওয়া পর্যন্ত মানুষের মাঝে আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) মিরপুর-১০ নম্বরে ওয়াই এম সিএ কিন্ডারগার্টেন স্কুল মাঠে দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার ও ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্ব করোনা সংকটের প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও সারাদেশে যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, কর্মহীন মানুষের পাশে প্রথম থেকে যুবলীগ পাশে দাঁড়িয়েছে। খাদ্য সামগ্রী, সুরক্ষা ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর উপহার ঈদ বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনাভাইরাসের দুর্যোগ নিরাময় না হওয়া পর্যন্ত মানুষের মাঝে আমাদের ত্রাণ বিতরণ কর্যক্রম অব্যাহত থাকবে।
ঈদ উপলক্ষে শাড়ি, লুঙ্গি, চাল, তেল, আলু, পেঁয়াজ, ডাল, লবণ, সাবান বিতরণ করা হয়েছে।
এইউএ/এফআর