নিজেদের ‘রাজাকার’ আখ্যায়িত করে স্লোগান দেওয়া দুর্ভাগ্যজনক : মেনন

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা, সহিংসতা ও কয়েকজনের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। একই সঙ্গে কোটা আন্দোলনকারী নিজেদের রাজাকার আখ্যায়িত করে যে স্লোগান দিয়েছেন তাকে দুর্ভাগ্যজনক বলে মনে করেন তিনি।
বুধবার (১৭ জুলাই) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সভায় এসব কথা বলেন তিনি।
মেনন বলেন, কোটা সংস্কারের বিষয়ে মুক্তিযুদ্ধ ও সংবিধানের নির্দেশনার আলোকে একটি সমাধানে পৌঁছানো যুক্তিযুক্ত পথ।
মেনন বলেন, এ স্লোগান প্রমাণ করেছে যে, কোটা সংস্কারের যৌক্তিক আন্দোলনকে মুক্তিযুদ্ধের বিরোধিতায় দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি মহল কেবল তৎপর নয় তারা ইতোমধ্যে আন্দোলনের নেতৃত্ব নিজেদের কব্জায় নিতে এসব হঠকারী স্লোগান তুলছে। এটা কোটা সংস্কার আন্দোলনের জন্য বিপদজনক নয়, দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ও ঐতিহ্যের জন্য বিপজ্জনক।
আরও পড়ুন
তিনি বলেন, কোটা সংস্কারের আন্দোলনের নেতৃত্ব এখন বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্রশিবিরের হাতে চলে গেছে। তারা এই আন্দোলনকে এখন সরকার পরিবর্তনের রূপ দিতে চায়। যা ঘোলা পানিতে মাছ শিকারের মতো।
পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সভাপতির বক্তব্যে বলেন, আদালতের উপর দায় না রেখে সরকারকে এখনই এ ব্যাপারে একটি সমাধানে পৌঁছাতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সম্পাদক মণ্ডলীর সদস্য তপন কুমার দত্ত চৌধুরী, শরীফ শমসির, দীপঙ্কর সাহা দিপু, জোবায়দা পারভিন, মোস্তফা আলমগীর রতন, সাব্বাহ আলী খান প্রমুখ।
এএইচআর/এসকেডি