ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ঢাকায় নাগরিক সমাবেশ কাল

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের নিন্দা ও ফিলিস্তিনের জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানাতে ঢাকায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার (১৯ মে) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর দখলদার ইসরায়েল যে বর্বর সন্ত্রাসী হামলা ও গণহত্যা চালাচ্ছে তা নিঃসন্দেহে মানবতাবিরোধী অপরাধ। আমরা কোনোভাবেই এ হত্যাযজ্ঞের বিষয়ে চুপ থাকতে পারি না। এর প্রতিবাদে আমরা বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের নিয়ে আগামীকাল শহীদ মিনারে নাগরিক সমাবেশের ডাক দিয়েছি। নিজ নিজ জায়গা থেকে সবাইকে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদী আওয়াজ তোলার আহ্বান জানাই।
নুর বলেন, ফিলিস্তিনে দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বর্বর হামলার নিন্দা ও নির্যাতিত ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের প্রতি সংহতি জানাতে দল-মত নির্বিশেষে আগামীকাল (বুধবার) সকাল ১১টায় শহীদ মিনারে নাগরিক সমাবেশে যোগ দিন।
এতে উপস্থিত থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড.আসিফ নজরুল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর প্রমুখ।
এইচআর/এসকেডি