স্বপনের অনুরোধে কাদের মির্জার অঙ্গীকার

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাকে কোম্পানীগঞ্জে দলের মাঝে বিভাজন কমিয়ে দলের ঐক্য ও সংহতি মজবুত করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শুক্রবার জাতীয় সংসদ ভবনে আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে সাক্ষাৎ করেন আবদুল কাদের মির্জা। সেখানে তাকে এই অনুরোধ জানানো হয়। স্বপনের অনুরোধে কাদের মির্জা জনগণ ও দলের স্বার্থে বিভেদ ভুলে কাজ করার অঙ্গীকার করেন।
এ বিষয়ে আবদুল কাদের মির্জা ঢাকা পোস্টকে বলেন, আবু সায়েদ আল মাহমুদ স্বপন এমপি সাহেবের সাথে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একান্ত আলাপ করি। আশা করি শিগগিরই সকল সমস্যার সমাধান হবে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ঢাকা পোস্টকে বলেন, আওয়ামী লীগের মনোনয়ন ও জনগণের ভোটে নির্বাচিত একজন মেয়র হিসেবে তাকে অধিকতর দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছি। কোম্পানীগঞ্জে দলের মাঝে বিভাজন কমিয়ে দলের ঐক্য ও সংহতি মজবুত করণ এবং সেখানে আমাদের দলের কারণে যেন জনগণের মাঝে কোনো উৎকন্ঠা না থাকে সে লক্ষ্যে কাজ করার জন্য তাকে অনুরোধ করেছি। তিনি জনগণ ও দলের স্বার্থে বিভেদ ভুলে কাজ করার অঙ্গীকার করেছেন।
এর আগে গত ২৪ এপ্রিল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে বৈঠক করেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
ওই বৈঠকে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন প্রতিনিধি দলের সদস্যরা। অভিযোগ শুনে প্রতিনিধি দলের সদস্যদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছিলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
গত বেশ কয়েক মাস ধরে নানা মন্তব্য করে ও বসুরহাট উপজেলার ভিন্নমাত্রার রাজনৈতিক পরিস্থিতির কারণে আলোচনায় রয়েছেন ওই পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। বসুরহাটে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ, উত্তেজনাও নিয়মিত থাকছে খবরের শিরোনামে।
গত ৩১ মার্চ ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন কাদের মির্জা। ৪৫ দিন পর আবার আওয়ামী লীগে ফিরে আসার কথাও জানান তিনি।
এইউএ/এনএফ/জেএস