কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র দিলেন তারেক রহমান

চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র দিয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল কাতার দূতাবাসে গিয়ে কাতার দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ খালিদ আল মাদিদের সঙ্গে দেখা করে পত্রটি হস্তান্তর করেন।
আরও পড়ুন
বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, এসময় দূতাবাসের কর্মকর্তা রশিদ হাজা আল মারি উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ও চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিসট্যান্ট ড. মাহদী আমিন।
এএইচআর/এসএসএইচ