‘যারা চাঁদাবাজি, লুটতরাজ করছে তাদের মানুষ গ্রহণ করবে না’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, যারা এখন চাঁদাবাজি, লুটতরাজ করছে তাদের মানুষ গ্রহণ করবে না। গত বছর আমরা শেখ হাসিনাকে দেশ ছাড়াসহ আওয়ামী লীগকে বিতাড়িত করার কথা বলেছিলাম। আমরা কি তা করতে পেরেছি?
সোমবার (১০ মার্চ) এবি পার্টির গণইফতার কার্যক্রমে তিনি এই মন্তব্য করেন।
ফুয়াদ বলেন, দেশের মালিক জনগণ। আর আমাদের রাজনীতি মানুষের জন্য। আমার মৌলিক অধিকার ফেরাতে চাই। কোটি কোটি পাচার হওয়া টাকা ফেরত চাই। আমরা ক্ষমতায় গেলে জনকল্যাণমুখী কর্মসূচির মাধ্যমে নাগরিকের মৌলিক অধিকার পূরণে সচেষ্ট থাকব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবি পার্টির পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল ওহাব মিনার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল লতিফ মাসুম।
আব্দুল লতিফ মাসুম বলেন, সব বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে ১৯৭১ সালে আমরা দেশ স্বাধীন করেছিলাম। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় বসে মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধুলিস্যাৎ করে লুটপাটে ব্যস্ত হয়ে পড়ে। জনগণের অধিকার বুঝিয়ে দেওয়ার পরিবর্তে তারা অধিকার ছিনিয়ে নিয়েছে। ২০০৮ সালে ক্ষমতায় এসেও একইভাবে জনগণের সব অধিকার হরণ করা, অর্থ লুট করে বিদেশে পাচার করাসহ দেশকে আওয়ামী লীগ অপকর্মের অভয়ারণ্যে পরিণত করেছিল।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন নির্যাতিত হয়ে বারুদে পরিণত হয়ে গত জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বিস্ফোরিত হয়। ফলে হাসিনার মসনদ তছনছ হয়ে যায়।
আব্দুল ওহাব মিনার বলেন, সেনা মোতায়েন সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত ঘটনা মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলা অবনতির দায় কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারে না। নিরাপত্তা না দিতে পারলে পদ ছাড়ুন।
এসময় আরও উপস্থিত ছিলেন— রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদুর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, যুব পার্টির সদস্যসচিব হাদিউজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।
আরএইচটি/এমএ