‘ওরা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায়’

ওরা (ফ্যাসিবাদী) অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
তিনি বলেন, এই সরকার সফল হতে হলে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।
রোববার (২৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
বিএনপির এই নেতা বলেন, ড. ইউনূস একজন ভালো মানুষ, যোগ্য মানুষ। তিনি দেশ এবং দেশের জনগণের জন্য কাজ করছেন এটা আমাদের বিশ্বাস। এই সরকারকে ব্যর্থ করার জন্য ফ্যাসিবাদী শেখ হাসিনা বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করছে।
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে ফ্যাসিবাদীরা। আপনার সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে, গণতন্ত্র ব্যর্থ হবে। ছাত্রজনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের রক্ত ব্যর্থ হবে। গত ১৭ বছর বিএনপি যে আন্দোলন করেছে সেই আন্দোলনে দেশ স্বাধীনতা কর্মী শহীদ হয়েছে তাদের রক্ত ব্যর্থ হবে। তাই আপনাকে সফল হতে হলে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে।
তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সেই সরকারই পারে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। ফ্যাসিবাদের বিচার করতে। জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে।
ওএফএ/এমএসএ