এনসিটিবি থেকে ‘ফ্যাসিস্ট দোসরদের’ অপসারণের দাবি ছাত্রদলের

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ‘ফ্যাসিস্ট সুবিধাভোগীরা’ এখনও তৎপর রয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটি এনসিটিবির চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (পাঠ্যপুস্তক) ড. রিয়াদ চৌধুরীকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।
ছাত্রদলের অভিযোগ, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ ও আন্তর্জাতিক মহলে সমাদৃত হলেও এনসিটিবি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে এর বস্তুনিষ্ঠ প্রতিফলন ঘটাতে উদাসীন। এমনকি বীর শহীদদের আত্মত্যাগের বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও এনসিটিবির অনীহা লক্ষ্য করা যাচ্ছে।
আরও পড়ুন
বিবৃতিতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, এনসিটিবির বর্তমান চেয়ারম্যান ও সদস্য ফ্যাসিস্ট হাসিনার সুবিধাভোগী এবং দীপু মনি ও নওফেলের ঘনিষ্ঠ হওয়ার কারণেই এমনটা হচ্ছে। তারা মনে করেন, এই কর্মকর্তারা এনসিটিবিতে ফ্যাসিবাদের আদর্শ লালন করছেন।

বিবৃতিতে ছাত্রদল নেতারা আরও বলেন, পরবর্তী প্রজন্মকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের তাৎপর্য সম্পর্কে জানানো এনসিটিবির প্রধান দায়িত্ব। কিন্তু বর্তমান কর্তাব্যক্তিরা এখনও ফ্যাসিবাদকে আঁকড়ে ধরে আছেন। এনসিটিবি থেকে ‘ফ্যাসিস্টদের’ বিতাড়িত করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো সম্ভব হবে না বলেও তারা মন্তব্য করেন।
ছাত্রদলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবিলম্বে এই দুই কর্মকর্তাকে এনসিটিবি থেকে অপসারণের জোর দাবি জানানো হয়।
আরএইচটি/এআইএস