শ্যামলী-মিরপুর-কল্যাণপুরে জামায়াতের বিনামূল্যে চিকিৎসা সেবা

রাজধানীর শ্যামলী, মিরপুর ও কল্যাণপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা শাখার উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিনে সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে প্রেসক্রিপশন, ব্লাড প্রেসার ও গ্লুকোজ টেস্টসহ প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়।
মঙ্গলবার সকাল থেকে কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই মেডিকেল ক্যাম্প শুরু হয়। বিকেলে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা-১৪ আসনের (মিরপুর-কল্যাণপুর) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসিম (আরমান)।
ব্যারিস্টার আরমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে থাকতে চায়।
এ সময় মেডিকেল থানার সভাপতি ডা. খালিদুজ্জামান এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. হাসানুল বান্নাও উপস্থিত ছিলেন।
ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের কার্যক্রমের আশা প্রকাশ করেন। তারা বলেন, চিকিৎসার খরচ সাধারণ মানুষের নাগালের বাইরে থাকায় এই বিনামূল্যের স্বাস্থ্যসেবা তাদের জন্য বড় সহায়ক।
টিআই/এমজে