জাতীয় নাগরিক পার্টির সঙ্গে গণসংহতি আন্দোলনের বৈঠক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সঙ্গে বৈঠক করেছে গণসংহতি আন্দোলন।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানীর বাংলামোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, আশরাফ উদ্দিন মাহদী, অনিক রায়, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, মোল্লা ফারুক এহসান অংশ নেন।
আরও পড়ুন
অন্যদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়, ইমরাদ জুলকারনাইন, তরিক সুজন ও সদস্য অঞ্জন দাস বৈঠকে অংশ নেন।
এমএসআই/এআইএস