ছেলের ইমামতিতে ব্যারিস্টার রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ মে) রাত সাড়ে ৮টায় ধানমন্ডির তাক্বওয়া মসজিদে জানাজা হয়। এতে ইমামতি করেন তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী।
জানাজায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যারিস্টার রাজ্জাকের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে সোমবার (৫ মে) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
আরও পড়ুন
ব্যারিস্টার রাজ্জাক রোববার বিকেলে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত ২১ এপ্রিল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্ম নেওয়া রাজ্জাক লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জনের পর লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে হাইকোর্টে এবং পরে আপিল বিভাগে অন্তর্ভুক্ত হন। তিনি ২০০২ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে স্বীকৃতি পান।
ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলেই ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত।
জেইউ/এমএসএ