জি এম কাদেরের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী?

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত জানতে কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
রোববার (১১ মে) বিকেল ৫টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন তিনি।
পোস্টে হান্নান মাসউদ লেখেন, ‘হে ইন্টেরিম, দিল্লির গোলাম জি এম কাদেরের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি! পরে আবার ছাত্র-জনতার প্রতিরোধকে মব বলতে যাইয়েন না।’
আরও পড়ুন
এদিকে, রোববার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটি সোমবার নির্বাচন কমিশনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল চেয়ে লিখিত অভিযোগ দেবে।
জাতীয় পার্টি ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করে। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনকে বৈধতা দিতে বিরোধী দল হিসেবে সংসদে যায় দলটি।
এসএসএইচ