ব্যারিকেড ভেঙে ইসির মূল গেটের সামনে বিক্ষোভকারীরা

পুলিশের কাঁটাতারের ব্যারিকেড ভেঙে নির্বাচন কমিশনের (ইসি) মূল গেটের সামনে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এসময় তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের থামিয়ে দেয়।
বুধবার (২১ মে) দুপুর ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবনের নিরাপত্তায় পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ইসির মূল গেটের সামনে চলে আসেন এনসিপি নেতাকর্মীরা। তারা গেট অতিক্রম করে ভবনে প্রবেশ করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের থামিয়ে দেয়। পরে বিক্ষোভকারীরা মূল গেটের সামনেই অবস্থান নিয়েছেন।
এর আগে দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
আরও পড়ুন

বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য দেন এনসিপির কলাবাগান থানার প্রতিনিধি মাসুম বিল্লাহ।
এদিকে, এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশপাশে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার সকাল থেকেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তা রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড।
সেখানে পুলিশের পাশাপাশি কোস্ট গার্ড, বিজিবি, র্যাব ও সেনাসদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি।
এমএসআই/এসএসএইচ