এপ্রিলে নয়, ডিসেম্বরেই নির্বাচন চায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, আমরা এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন চাই।
রোববার (৮ জুন) চট্টগ্রামে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের উদ্যোগে ঈদ পরবর্তী মতবিনিময় ও মানবতার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির চট্টগ্রাম জেলা কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, দেশের চলমান ভয়াবহ সংকটে বিক্ষুব্ধ ও মর্মাহত জনগণের প্রত্যাশা এখন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনই আজ মজলুম জনতার হৃদয়ের আর্তনাদ।
আরও পড়ুন
তিনি আরও বলেন, দেশ, ধর্ম, গণতন্ত্র, জীবনের নিরাপত্তা এবং স্বাধীনতা রক্ষায় এখনই ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সব মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমআর/এসআইআর