আহতদের দেখতে ঢাকা মেডিকেলে ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন তিনি।
আহতরা হলেন- মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)।
পরে জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইশরাক। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে হামলাকারীরা বিএনপি বা শ্রমিক দলের কেউ নয়। বিএনপির স্লোগান ব্যবহার করে হামলা চালিয়ে দলকে বিতর্কিত করার ষড়যন্ত্র হয়েছে।
এসএএ/এমজে