মহানবীর রাষ্ট্রব্যবস্থা ছাড়া মুক্তির পথ নেই : ইমাম হায়াত

সুন্দর রাষ্ট্র গঠন করতে হলে মহানবী (সা.) এর দেখানো রাষ্ট্র ব্যবস্থা ছাড়া অন্য কোন উপায় নেই বলে মন্তব্য করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত। তিনি বলেন, প্রিয়নবীর প্রদত্ত বৈষম্যহীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ছাড়া খুন-জুলুম ও স্বৈরদস্যুতার অন্ধকার থেকে মুক্তি পাওয়া যাবে না।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঈদে আজম উদযাপন উপলক্ষ্যে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ইমাম হায়াত বলেন, মহানবীর পথ ছাড়া মানবজীবন মিথ্যা, জুলুম, খুন ও স্বৈরদস্যুতার অন্ধকারে নিমজ্জিত হবে। সব মানুষের সমান মালিকানা ও বৈষম্যহীন মানবতার রাষ্ট্র গড়তে হলে এই বিষয়টি মেনে নিতেই হবে।
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান অভিযোগ করেন, ইসলামের নামে বর্তমানে উগ্রবাদ ও গোষ্ঠীবাদ ছড়িয়ে পড়েছে। সবাইকে ইসলামের সঠিক মর্মার্থ বুঝে সে অনুযায়ী নিজেদের কার্যক্রম পরিচালনা করার আহ্বানও জানান তিনি।
সমাবেশ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যার কার্যক্রম হাইকোর্ট মাজার প্রাঙ্গণে গিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
আরএইচটি/এসএসএইচ