গণভোটসহ ৫ দফা দাবিতে সমাবেশ, আসছেন নেতাকর্মীরা

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যে ওই আদেশের ওপর গণভোটসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত আটটি ইসলামী দলের সমাবেশ ঘিরে রাজধানীর পল্টন মোড়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। ইতোমধ্যে হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হয়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন আট দলের নেতাকর্মীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

দলগুলোর পাঁচটি দাবি হলো– জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন; আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু; সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন; জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
ইসলামী আটটি দলের মধ্যে রয়েছে– জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
সমাবেশ শুরুর আগেই পল্টন এলাকা নেতাকর্মীদের উপস্থিতি ও স্লোগান-মিছিলে জমে উঠছে।
টিআই/এসএসএইচ