এনসিপি অফিসে ব্রিটিশ হাইকমিশনার, নির্বাচন ইস্যুতে নাহিদের সঙ্গে বৈঠক

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
এদিন, ঢাকার ব্রিটিশ হাইকমিশন ফেসবুকে এক পোস্টে জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যুক্তরাজ্যের চলমান সংলাপের অংশ হিসেবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্বের বিভিন্ন দিকসহ জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও পরিবেশের মতো বিষয় উঠে আসে।
এনআই/এমজে