নির্বাচিত হলে সব বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে

নির্বাচিত হলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।
শনিবার (১৫ নভেম্বর) জামায়াতে ইসলাম গুলশান পূর্ব থানার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের কোটি কোটি যুবক আজ বেকার। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারার কারণে তারা আজ মাদকাসক্তসহ নানান সামাজিক অবক্ষয়মূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে। যদি পরিকল্পিতভাবে এ যুবকদের কাজে লাগানো যায়, তাহলে দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। জামায়াতের পক্ষ থেকে সাধ্যানুযায়ী কর্মসংস্থান তৈরির লক্ষ্যে আমরা ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশিক্ষণসহ নানান কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, জামায়াতের আমিরের নেতৃত্বে আগামী দিনে সরকার গঠন হলে সব বেকার জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও গুলশান পূর্ব থানা জামায়াতের আমির মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে এবং থানা জামায়াতের সেক্রেটারি আব্দুল মোতালেব মইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী উত্তর-এর কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালক হেদায়েত উল্লাহ, ঢাকা-১৭ আসনের নির্বাচন সদস্যসচিব ও বনানী থানা আমির মিজানুর রহমান খান, ভাষানটেক থানা আমির ডা. আহসান হাবীব প্রমুখ।
ওএফএ/বিআরইউ