জাগপার নিবন্ধন পুনর্বহাল, প্রতীক চশমা

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি দলটির নতুন প্রতীক চশমা সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে কমিশন।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শর্ত প্রতিপালন না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি জাগপার নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে তখনকার কমিশন।
নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় আদালত। এ ধারাবাহিকতায় মঙ্গলবার নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করল নির্বাচন কমিশন।
এতে বলা হয়, The Representation of the People Order, 1972 এর Chapter VIA এর বিধান অনুযায়ী নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয় করে এবং প্রতীক ‘হুক্কা’।
এবার ৯ নভেম্বর ২০২৫ তাহারা দলের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টির সঙ্গে ‘জাগপা’ সংযোজন এবং দলের প্রতীক ‘হুক্কা’ এর পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের জন্য আবেদন করে।
ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করা হল।
এসআর/এমএন