ওসমান হাদির অবদান দেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে

ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে বলে মন্তব্য করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির কার্যকরী সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করা হয়।
এতে বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তার মৃত্যুতে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি।
এতে আরও বলা হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তার অবদান বাংলাদেশের মানুষ চিরদিন স্মরণ রাখবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
মহান আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন।
উল্লেখ্য, এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এমএম/বিআরইউ