বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পরামর্শে বগুড়ার অসহায় শিক্ষার্থী মো. বাইজিদ হোসেনের কৃত্রিম পা সংযোজন করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানী মোহাম্মদপুরে বাইজিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবারের’ একটি প্রতিনিধি দল।
এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন।
উল্লেখ্য, গত ২০২৪ সালে বগুড়ার শিক্ষার্থী বাইজিদ হোসেন দুর্ঘটনায় মারাত্মক আহত হওয়ায় তার ডান পা কেটে ফেলতে হয়েছিল। এরপর তার আবেদনের পরিপ্রেক্ষিতে কৃত্রিম পা সংযোজন করে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এএইচআর/এমজে