ঢাকা-১২ আসনে বিএনপি প্রার্থী নীরবের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজ ওয়াহিদার কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের এক নম্বর সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।
মনোনয়ন সংগ্রহের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এল রহমান, মোজাম্মেল হোসেন সেলিম, মনির আলম রাহিমী ও নুরুল হুদা উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির আহ্বায়ক আইনুল হক চঞ্চল, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, শেরেবাংলা নগর থানা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও কলেজের সাবেক ভিপি আবু সুফিয়ান দুলাল, নাইমুর রহমান চৌধুরী প্রমুখ।
এএইচআর/জেডএস