পাবনা-১ আসনে মনোনয়ন ফরম নিলেন সরদার জাহাঙ্গীর

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক (চীন) সরদার এম জাহাঙ্গীর হোসেন। তার পক্ষে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রিজু তামান্নার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা ছাত্রদলের সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হোসাইন খান।
জানা গেছে, পাবনা-১ আসনে এ পর্যন্ত চারজন মনোনয়ন ফরম নিয়েছেন। গত বুধবার (১৭ ডিসেম্বর) জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মনোনয়ন ফরম নেন। সোমবার (২২ ডিসেম্বর) বিএনপি নেতা ভিপি শামসুর রহমান মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একইদিন গণফোরাম নেতা অধ্যাপক আবু সাইয়িদও পাবনা-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
উল্লেখ্য, বিএনপির মনোনয়নপ্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসেন সাঁথিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লায় অনেকদিন ধরে বিভিন্ন সেবামূলক কাজ করে আসছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র গড়ার কর্মপরিকল্পনার ৩১ দফা বিতরণ, ধানের শীষের প্রচারণা, উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় নাইটগার্ড, রাতের রিকশা চালকদের মধ্যে তিনি শীতবস্ত্র বিতরণ করেছেন। তারেক রহমানের জন্মদিনে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী উপহার দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিলেরও আয়োজন করেছেন।
এসএসএইচ
