খালেদা জিয়ার মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না : রাশেদ খাঁন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় কোনোভাবেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এড়াতে পারেন না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খাঁন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাশেদ খান বলেন, খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তার এই মৃত্যুর দায় কোনোভাবে শেখ হাসিনা এড়াতে পারেন না। আওয়ামী লীগ এমন একটি পাপিষ্ঠ দল, যারা বছরের পর বছর জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় ছিল। শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে তাকে দীর্ঘ সময় কারাগারে বন্দি রাখা হয়েছিল। যে নেত্রী সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, সেখানে তার ওপর এমন মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে যে, গণঅভ্যুত্থানের পর তাকে আমরা হুইলচেয়ারে ফিরতে দেখেছি। এটি আমাদের কাছে কোনোভাবে প্রত্যাশিত ছিল না। তার মতো একজন মহান নেতাকে আমরা আর কখনোই ফিরে পাব না।
রাশেদ খাঁন বলেন, আজ পুরো বাংলাদেশের মানুষ শোকাহত ও মর্মাহত। আমরা আশা করেছিলাম, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। খুনি শেখ হাসিনা আজ দিল্লিতে পালিয়ে আছেন; তার জন্য বাংলাদেশে কাঁদার মতো কেউ নেই। কিন্তু আজ খালেদা জিয়ার বিদায়ে সারা বাংলাদেশের মানুষ কাঁদছে, পুরো দেশ আজ স্থবির হয়ে পড়েছে। প্রতিটি ঘরে ঘরে আজ শোকের মাতম।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ঘরে ঘরে এবং মসজিদে-মসজিদে দেশনেত্রীর জন্য দোয়া করুন। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের মূর্ত প্রতীক। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে আধিপত্যবাদ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে লড়াই করতে হয়। একজন সাধারণ গৃহবধূ থেকে যেভাবে তিনি আন্তর্জাতিক মানের নেতৃত্বে নিজেকে উন্নীত করেছিলেন, তা বিশ্বে বিরল। আমরা এমন একজন নেত্রীকে পেয়ে গর্বিত।
পরিশেষে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জন্য আজ পুরো জাতি শোকাহত। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন নেত্রীকে জান্নাত নসিব করেন।
এমএইচএন/এমজে