১১ দলের জোটে মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের অপূর্ব মিলন ঘটেছে

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বলেছেন, ইতোপূর্বে আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছেন। এবার আপনাদের প্রতি আমার অনুরোধ— একটি ন্যায়ভিত্তিক শাসন, সুশাসন এবং চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা দেখার সুযোগ দিন। এখানে বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের যোদ্ধাদের এক অপূর্ব মিলন ঘটেছে, যা অন্য কোথাও দেখা যায়নি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমঝোতায় ৩০০ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনের পরিবেশ নাই। সবার জন্য সমান সুযোগ নেই। এটা যদি সৃষ্টি করা না হয়, প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনাররা যেভাবে জেলে গেছেন, আপনাদেরকেও আগামী দিনে জেলে যেতে হবে।
তিনি আরও বলেন, জাতিকে আজ সিদ্ধান্ত নিতে হবে— আপনারা কি ভিন্ন দেশের দাসত্ব করবেন, নাকি বাংলাদেশের জনগণের সেবা করবেন? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা জনগণকে শাসন করতে আসিনি; বরং জনগণের সেবক হিসেবে কাজ করতে এসেছি।
নির্বাচনী পরিবেশ নিয়ে সতর্ক করে তিনি বলেন, বর্তমানে অনেক জায়গায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এবং সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা হয়নি। এই পরিবেশ যদি সৃষ্টি করা না হয়, তবে মনে রাখবেন— আগের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনাররা যেভাবে আজ জেলে আছেন, আপনাদেরও ভবিষ্যতে একই পরিণতি ভোগ করতে হতে পারে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কারো পেছনে বা দ্বারে দ্বারে ঘুরে তোষামোদ করবেন না; বরং বাংলাদেশের জনগণের প্রতি অনুগত থাকুন। দেশের জন্য যা কল্যাণকর, তা-ই করুন। মানুষ এখনও কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছে না। নির্বাচন কমিশনে বৈধতা পাওয়া বা বাতিলের বিষয়ে যেসব আবেদন জমা পড়েছে, সেগুলো সঠিকভাবে পর্যালোচনা করে রায় দেওয়া হচ্ছে না।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা প্রত্যাশা করি, সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে আজ এই মঞ্চে উপস্থিত প্রতিনিধিদের পক্ষে রায় দেবে এবং আমাদের দেশের সেবা করার সুযোগ করে দেবে। আমি সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।
এমএসআই/এমজে