সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে পুরো জাতি ঐক্যবদ্ধ : বুলবুল

দেশের মানুষ গত ৫৪ বছরের ‘বস্তাপচা’ রাজনীতি থেকে মুক্তি চায় উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মানবিক এবং ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে ছাত্র-জনতার পাশাপাশি পুরো জাতি ঐক্যবদ্ধ। তিনি একটি বৈষম্যহীন দেশ গঠনে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
শুক্রবার (১৬ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে স্থানীয় আলেম সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘সমাজ ও জাতিকে কার্যকর দিকনির্দেশনা দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব আলেম সমাজকে পালন করতে হবে। দীর্ঘ ৫৪ বছরে দেশের আলেম সমাজ একটি কঠিন সময় পার করেছে। কোরআনের প্রকৃত রূপ সমাজে তুলে ধরতে গিয়ে তারা জুলুমের শিকার হয়েছেন এবং মন খুলে সত্য কথা বলতে পারেননি।’ তিনি আরও বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মাধ্যমে তরুণ প্রজন্ম জীবন ও রক্ত দিয়ে কথা বলার অবারিত সুযোগ তৈরি করে দিয়েছে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রতিশ্রুতিবদ্ধ, যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো একসঙ্গে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে অধিকাংশ দল জামায়াতের সঙ্গে পথ চলতে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ জাতিকে কেউ পরাজিত করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মাওলানা আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের ওলামা-মাশায়েখ ও নেতারা উপস্থিত ছিলেন।
মো. আশিক আলী/বিআরইউ