যারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলেননি, তারা রং বদলানোর চেষ্টা করছে

সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, যারা খালেদা জিয়াকে জেলে রেখে একদিনও কথা বলেননি, খালেদা জিয়ার চিকিৎসার পক্ষে কথা বলেননি, তারা আবার রং বদলাবার চেষ্টা করছে।
রোববার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদ আয়োজিত 'শিক্ষকদের কল্যাণে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শিক্ষা সংস্কার, বেগম খালেদা জিয়ার অবদান, তারেক জিয়ার শিক্ষা জাতীয়করণ ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
ফারুক বলেন, যে মানুষটির জন্য আজকে আয়োজন সেই মানুষটি নেই। কিন্তু মানুষটি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে। আমরা তার অনুসারী। আমরা তার নীতির প্রতি শ্রদ্ধা করে দীর্ঘদিন এই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিধবা স্ত্রী যখন দলের দায়িত্ব নিলেন, সবাই বলেছে এই দল আর টিকবে না, এই দল আর থাকবে না, এই দলের ভবিষ্যৎ খুবই খারাপ। এরশাদ ক্ষমতায় এসে দলকে ভাঙার চেষ্টা করল, কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতায়, লাখো মানুষকে সঙ্গে নিয়ে দলকে টিকিয়ে রেখেছেন।
জয়নুল আবেদিন বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আগে থেকেই শুরু হয়েছে। একটি চক্র, একটি গোষ্ঠী বাংলাদেশকে আরেকটি চক্রান্তে জড়িত করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও প্রফেসর ইউনূসের সততা, সাহসিকতায় বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মধ্যে জনগণ যদি আমাদের রায় দেয়, সরকার গঠন করতে করতে যদি জনগণ আমাদেরকে সহায়তা করে, তবে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের প্রতি মানুষের যে শ্রদ্ধা হারিয়ে গিয়েছিল সেটা পুনরুদ্ধার হবে।
ওএফএ/জেডএস