‘এই নির্বাচনে মানুষ আমাদেরকে বেছে নেবে’

ঢাকা-১১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচন করছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার পক্ষে শাপলা কলি প্রতীকের চিঠি সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ঢাকা-১১ আসনের জন্য বরাদ্দ প্রতীক শাপলা কলির চিঠি সংগ্রহ করেন।
অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেন, আপনারা জানেন যে, সারা বাংলাদেশে আজ প্রতীক বরাদ্দ চলছে। ঠিক সেই আলোকেই ঢাকা-১১ আসনে আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে আমরা তার প্রতীক বরাদ্দ নিতে এসেছি। আমরা সফলভাবেই আমাদের যে প্রতীক শাপলা কলি পেয়েছি।
তিনি বলেন, সারা বাংলাদেশে আমাদের ১০ দলীয় জোটের হয়ে ৩০ জন এনসিপির পক্ষ থেকে নির্বাচন করছে। সেই ৩০ জন সারা বাংলাদেশে কিন্তু শাপলা কলি প্রতীকে নির্বাচন করবে।
শাকিল আহমেদ বলেন, সারা বাংলাদেশে ১০ দলের জোটের প্রার্থী দিয়েছি। আমরা মনে করি, দাঁড়িপাল্লা, শাপলা কলি, রিকশা মার্কাসহ আমাদের ১০ দলের জোটের যে প্রার্থীরা রয়েছেন, তাদের মানুষ ভোট দেবেন।
তিনি বলেন, ইনসাফভিত্তিক সমাজ কায়েমের জন্য বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে, ২৪-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে আজ নতুন বাংলাদেশের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মানুষ আমাদেরকে বেছে নেবে। কারণ আমরা ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। একইসঙ্গে মানুষকে চাঁদাবাজ-দখলবাজের বিরুদ্ধে গিয়ে ইনসাফভিত্তিক সমাজ কায়েমের জন্য শাপলা কলিতে ভোট দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষকে ১০ দলের জোটকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি।
এমএসআই/এসএসএইচ