বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিবের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, অধ্যাপক আবু সাইয়িদ তার রাজনৈতিক জীবন শুরু করেন ছাত্ররাজনীতির মাধ্যমে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন, যেখান থেকে তার নামের সঙ্গে ‘অধ্যাপক’ পদবিটি যুক্ত হয়।
তিনি ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ৭ নম্বর সেক্টরের উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে গঠিত ৩৪ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির তিনি অন্যতম কনিষ্ঠ সদস্য ছিলেন। বাংলাদেশের মূল সংবিধানের খসড়া তৈরিতে তার সক্রিয় অবদান রয়েছে।
অধ্যাপক আবু সাইয়িদ দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৯৬ সালের জুন মাসের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৯১ সালে তিনি বাকশালের প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক পালাবদল ও সংস্কারপন্থি ভূমিকা
১/১১র সময়কাল : ২০০৭ সালের জরুরি অবস্থার সময় তিনি আওয়ামী লীগের ভেতরে ‘সংস্কারপন্থি’ নেতা হিসেবে পরিচিতি পান। এই কারণে পরবর্তীতে মূলধারার রাজনীতিতে তিনি কিছুটা কোণঠাসা হয়ে পড়েন।
গণফোরামে যোগদান : ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগ ত্যাগ করে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে যোগ দেন এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
যোগদান প্রসঙ্গে আবু সাইয়িদ বলেন, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে বিএনপিতে যোগদান করেছি।
এএএম/এসএসএইচ