এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম, জয়ী করে হিসাব বুঝে নেবেন

নিজেদের জীবনমানের উন্নয়নে কিশোরগঞ্জবাসীকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
এসময় কিশোরগঞ্জের পাঁচটি আসনের প্রার্থীদের দেখিয়ে উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, ‘এই পাঁচজনকে আপনাদের হাতে তুলে দিলাম। এদের জয়যুক্ত করে আপনারা আপনাদের হিসাব বুঝে নেবেন। আপনার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বুঝে নেবেন। আপনার সমস্যার সমাধান বুঝে নেবেন।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণের একটি দায়িত্ব আছে, ভোটারদেরও দায়িত্ব আছে। সবাইকে মিলেই তো দেশ গড়তে হবে। দেশ গড়তে হলে সবাইকে মিলেই কাজ করতে হবে। আন্দোলন তো আমরা সবাই মিলে করেছিলাম, তাই না।’
তারেক রহমান বলেন, জয়যুক্ত করতে হবে যদি খাল খনন কর্মসূচি আবার শুরু করতে হয়, যদি ঘরে ঘরে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, যদি কৃষক ভাইদের হাতে হাতে কৃষক কার্ড দিতে হয়, যদি ইমাম সাহেব-খতিব সাহেবদের সম্মানের ব্যবস্থা করতে হয়- তাহলে একমাত্র ধানের শীষে ভোট দিলেই এই কাজগুলো করা সম্ভব।
তিনি বলেন, ‘আপনাদের এলাকার রাস্তাঘাট ঠিক করতে হলে, স্কুল-কলেজ ঠিক করতে হলে, হাসপাতালগুলোতে ওষুধ ও ডাক্তারের ব্যবস্থা করতে হলে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। আর এই যে কয়েকজন মানুষ সামনে বসে আছে, এদের জয়যুক্ত করবেন। তাহলে এদের কাছে গিয়ে বলতে পারবেন- আমাদের এই সমস্যা, তোমাদের আমরা নির্বাচিত করেছি, তোমরা আমাদের সমস্যার সমাধান করো।’
এ সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘বলতে পারবেন না?’
তারেক রহমান বলেন, ‘এই জন্য এই পাঁচজনকে আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম এই পাঁচজনকে।’
এ সময় মঞ্চের সামনের সারিতে বসে থাকা পাঁচ সংসদীয় প্রার্থীকে দাঁড়াতে বলেন তিনি।
তিনি বলেন, ‘সবচেয়ে আগে যেটা করতে হবে, ভোট দিতে হবে। কোথায় ভোট দেবেন? ধানের শীষে। আর এবার কখন যাবেন ভোট দিতে? তাহাজ্জুত পড়ে ফজরের নামাজ কোথায় পড়বেন? ভোটকেন্দ্রে পড়তে হবে। কারণ যাতে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে, সে জন্য চোখ-কান খোলা রাখতে হবে, সতর্ক থাকতে হবে।’
বিএনপি মনোনীত প্রার্থীরা হলেন
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আইনজীবী মো. জালাল উদ্দীন,
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক,
কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে সৈয়দ এহসানুল হুদা,
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মো. শরীফুল আলম।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি নেতা ফজলুর রহমান। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সমাবেশে আসতে পারেননি।
এএইচআর/এমএসএ