২৬ ও ২৭ জানুয়ারি ৮ জেলা সফরে যাচ্ছেন জামায়াত আমির

উত্তরাঞ্চলে দুদিনের সফর শেষে করে রোববার দিনভর নিজের নির্বাচনী এলাকাসহ অন্তত চারটি স্থানে প্রচারণায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আবার দুদিনের সফরে ২৬ ও ২৭ জানুয়ারি ৮ জেলায় যাচ্ছেন ডা. শফিকুর রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলা সফর করবেন তিনি। এ সফরকালে তিনি ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
এ সময় তার সফরসঙ্গী হবেন সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
জেইউ/জেডএস