বিশ্বমানের চট্টগ্রাম গড়তে সর্বাত্মক প্রচেষ্টা চালাব : সাঈদ আল নোমান

চট্টগ্রামকে আধুনিক, পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেছেন, চট্টগ্রাম শুধু বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র নয়, এটি দক্ষিণ এশিয়ার একটি বিশ্বমানের শহর হওয়ার সম্ভাবনা রাখে। সঠিক পরিকল্পনা ও টেকসই উন্নয়নের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে তিনি নিরলস কাজ করবেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে নগরীর খুলশী বিজিএমইএ মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভা শেষে সাঈদ আল নোমান সর্দার বাহাদুর নগর, ঝাউতলা বাজার, নালাপাড়া, টিকিট বিল্ডিং, আমবাগান বাস্তুহারা ও টাইগার পাস কলোনিসহ ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়কে গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
সাঈদ আল নোমান আরও বলেন, ‘জনগণের আস্থা ও ভালোবাসা পেলে আমি চট্টগ্রামবাসীর পাশে থেকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত নগরী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো।’
এমআর/বিআরইউ